এম নুরনবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন>>> নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেল ৫টায় বসুরহাট আজমেরী হোটেল এন্ড রেস্টুরেন্টের ৩য় তলায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে কোম্পানীগঞ্জে উপজেলা শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয় অধ্যাপক শেখ সাদী আহবায়ক বাবুলকে ও মিজানুর রহমানকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।সংবাদ সম্মেলনে বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা, বেতন বৈষম্য দূরীকরণ এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।তারা শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও শিক্ষার মান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন।অধ্যাপক শেখ সাদী বাবুল বলেন, “শিক্ষক সমাজ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।আমাদের প্রধান লক্ষ্য হল শিক্ষকদের মর্যাদা রক্ষা করা এবং শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও মানসম্মত করা।”সদস্য সচিব মিজানুর রহমান বলেন, “শিক্ষকদের জন্য একটি সম্মানজনক পরিবেশ তৈরি করা এবং শিক্ষার মান উন্নয়নে আমরা একযোগে কাজ করব।”এ সময় কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।তারা সমিতির ভবিষ্যৎ কার্যক্রম, শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
মন্তব্য