প্রতিনিধি মোঃচাঁন মিয়া (পানছড়ি) খাগড়াছড়ি
খাগড়াছড়ি জেলার সিমান্তবর্তী পানছড়ি উপজেলা থেকে কুমিল্লায় আওয়ামী লীগ নেতা এনামুল হত্যার দুই আসামী আটক হয়েছে। পানছড়ি থানা পুলিশের সহযোগিতায় কুমিল্লা ডিবি পুলিশের একটি দল ২০ মে (শনিবার) সকাল দশটার দিকে লোগাং এলাকা তাদের আটক করে। আটককৃত আবু সাইদ (২৩) কুমিল্লা কোতয়ালী থানাধীন আলেখারচর এলাকার জাকির হোসেনের সন্তান ও আমান উল্লাহ (৩৩) একি এলাকার আমিরুল ইসলামের সন্তান । জানা যায়, ১৯ মে শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় ওয়ার্ড আওয়ামী নেতা এনামুল হক (৪০) কে হত্যা শেষে আবু সাইদ ও আমান উল্লাহ নিজেদের রক্ষায় পানছড়ি উপজেলার লোগাং আসে। এরি মাঝে ২০ মে শনিবার সকালে পানছড়িতে হাজির হয় কুমিল্লা ডিবি পুলিশের একটি দল। পানছড়ি থানা পুলিশের মাধ্যমে খবর পায় লোগাং এলাকায় দু’জন অপরিচিত লোক আমতলী এলাকায় অবস্থান করছে। ডিবি পুলিশের কাছে থাকা ছবি নিয়ে পানছড়ি থানা পুলিশ নিশ্চিত হয় দু’জনেই হত্যাকান্ডে জড়িত। এই খবরে ডিবি পুলিশ ও পানছড়ি থানা পুলিশ মিলে লোগাং আমতলী থেকে দু’জনকে আটক করে। দু’আসামীকে নিয়ে সকাল ১১ টায় কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয় ডিবি পুলিশ । কুমিলা থেকে আগত ডিবি পুলিশের এসআই আমিরুল তদন্তের স্বার্থে কিছু বলতে রাজী হননি
মন্তব্য