বিপুল রায়- কুড়িগ্রাম>>>
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ফাঁকা বাড়ীতে ডেকে নিয়ে এক যুবতীকে (১৯) ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষনের শিকার ওই নারীর দায়ের করা মামলায় শাহিন আলম (২৩) নামে এক যুবককে গেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের আবুল কালামের পুত্র। রোববার (৪ জুন) গ্রেপ্তারকৃত আসামীকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে প্রতিবেশি এক মেয়েকে দিয়ে ফাঁকা বাড়িতে কৌশলে ডেকে নেয় ধর্ষক শাহিন আলম। বাড়িতে প্রবেশ করার পরেই মুখ চেপে ধরে জোরপূর্বক ঘরের ভিতরে নিয়ে ধর্ষন করতে থাকে। এ সময় প্রতিবেশি এক মহিলা গোসল করার জন্য ওই বাড়িতে যায়। ঘরের ভিতর চিৎকারের শব্দ শুনতে পেয়ে ঘরের ভিতর প্রবেশ করে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পায়। ওই মহিলার ডাকচিৎকারে পাশ্ববর্তী লোকজন এসে ওই যুবককে আটক করে। পরে ওই যুবক বিয়ে করার আশ্বাস দিলে তাকে ছেড়ে দেয় এলাকাবাসী। একদিন পর ওই যুবক বিয়ে করতে অস্বীকৃতি জানালে থানায় অভিযোগ করেন যুবতী। পরে পুলিশ ওই ধর্ষককে আটক করে।ধর্ষিতার বাবা শহিদুল ইসলাম বলেন, ওই যুবক আমার মেয়ের সর্বনাশ করেছে। আমি এর সুষ্ঠ ও ন্যায় বিচার চাই।ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে জেলা আদালতে পাঠানো হয়েছে। ধর্ষিতা নারী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।
মন্তব্য