কুড়িগ্রাম প্রতিনিধি>>>
কুড়িগ্রামে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা মূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতাবৃদ্ধকরণ শীর্ষক প্রকল্পের আওতায় রোববার বিকেলে শহরের শেখ রাসেল অডিটরিয়ামে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতাবৃদ্ধকরণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল শাহিন, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম, পাবলিক প্রসিকিউটর এ্যাড. আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, উলিপুর উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী, ভ‚রুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন নবী চৌধুরী খোকন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এস এম ছানালাল বকসী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু উদয় শংকর চক্রবর্তী, হিন্দু ধর্মীয় নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ নুরবখত সহ হিন্দু, মুসলিম ও খ্রিস্টান ধর্মীয় নেতারা। সভায় ধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে সকলকে সচেতন হয়ে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহবান জানান বক্তারা।
#
মন্তব্য