আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।সোমবার মধ্য রাতে বিশেষ অভিযান চালিয়ে সদর ইউনিয়নের সিটরাজীব বাংলাবাজার এলাকায় জুয়ার আসর থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃত হলেন,একই এলাকার মতিয়ার রহমানের ছেলে সাদেকুল ইসলাম(৩১),মৃত্যু নজরুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম(৩৫),নমির উদ্দিনের ছেলে আনিছুল ইসলাম (৩৮),রাজিব ডাঙ্গাপাড়া গ্রামের ওলিয়ার রহমানের ছেলে সাইদুল ইসলাম(৩০)।এসময় জুয়া খেলার সরঞ্জামসহ ১হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়।এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় জানায়,জুয়া আইনে নিয়মিত মামলা দিয়ে আসামিদের বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য