২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • অর্থনীতি >> সোস্যাল মিডিয়া
  • কিশোরগঞ্জে রাস্তার ধারে ১ হাজার সজিনার ডাল রোপণ
  • কিশোরগঞ্জে রাস্তার ধারে ১ হাজার সজিনার ডাল রোপণ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ

    জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এক ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে। তা বাস্তবায়নে নীলফামারীর কিশোরগঞ্জে রাস্তার ধারে ১ হাজার পুষ্টিগুণের আঁধার সমৃদ্ধ সবজি সজিনার ডাল রোপণের উদ্বোধন করা হয়েছে।গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কিশোরগঞ্জ টেংগনমারী অভিমুখী মন্থনা থেকে খোকার বাজার পর্যন্ত রাস্তার উভয় পাশে সজিনার ডাল রোপণ কাজের উদ্বোধন করেন,জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।এতে উপস্থিত ছিলেন,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড.এস.এম আবু বক্কর সাইফুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান শাহ্ আবুল কালাম বারী পাইলট,ইউএনও নূর-ই-আলম সিদ্দিকী,এসিল্যান্ড সানজিদা রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম,অতিরিক্ত কৃষি অফিসার তুষার কান্তি রায়,উদ্ভিদ সংরক্ষণ অফিসার আজিজার রহমান,এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন প্রমূখ।এসময় উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন,বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও পুষ্টির দিক থেকে পিছিয়ে রয়েছে।তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ কোন জমি যেন অনাবাদি না থাকে। এ লক্ষ্যে রাস্তার ধারে সজিনার ডাল রোপন করা করা হয়েছে। যা স্থানীয় নিম্ন আয়ের মানুষ রোপণকৃত সজিনা দেখভাল করবে এবং এটা তারাই সুফল ভোগ করবে।এর মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবেন এবং পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ হবে। বিশেষ করে এক ইঞ্চি জমি যাতে অনাবাদী না থাকে এজন্য কৃষিবিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কৃষকে বীজ,সার সহায়তাসহ পরামর্শ দিয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page