আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> “কাজ করি,দেশ গড়ি “এ স্লোগানে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনে নীলফামারীর কিশোরগঞ্জে যায়যায় দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।শনিবার বিকেলে উপজেলার গাড়াগ্রাম উত্তর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ বৃক্ষ রোপণ কর্মসুচীর উদ্বোধন করা হয়।এসময় উপস্থিত ছিলেন,যায়যায় দিন ফ্রেন্ডস ফোরামের আহবায়ক ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম আল আজাদ,উপদেষ্টা আব্দুল মান্নান,যুগ্ন সদস্য সচিব আব্দুল লতিফ প্রামানিক,যায়যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আহসানুল হক চন্দন,দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রউফ হায়দারসহ ফোরামের অন্যান্য সদস্য প্রমুখ।এসময় আহবায়ক আজাদ বলেন,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম।তাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক গাছের চারা রোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
মন্তব্য