আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ>>>
নীলফামারীর কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে নির্বাচিত হতদরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিনামূল্যে আয় বৃদ্ধিমূলক উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ওই কার্যালয়ের হল রুমে এ উপকরণ বিতরণ করা হয়।এরিয়া ম্যানেজার পিকিং চাম্বুগং এর সভাপতিত্ব এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন।আরো উপস্থিত ছিলেন,কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টা,জন কেনেডি ক্রুশ ও জেফিরাজ দোলন কূবি।এসময় ম্যানেজার পিকিং চাম্বুগং বলেন,হতদরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ী যাদের মূলধন খুব কম তাদের মূলধন বৃদ্ধি ও আয় বৃদ্ধি করে তা চলমান রেখে স্বাবলম্বী করার উদ্দেশ্যে এই উপকরণ বিতরণ করা হচ্ছে।’অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,প্রোগ্রাম অফিসার নেলসন সরেণ।জানা যায়,সংস্থাটি মোট ৪লাখ ৪ হাজার টাকার আর্থিক সহায়তায় তাদের ৫টি ইউনিয়নের কর্ম এলাকার ২৩ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে জন প্রতি ১৭ হাজার ৫ শত টাকার চাউল,আটা,ভোজ্যতেল,চিনিসহ ১৮ প্রকার বিভিন্ন (সওদা পাতি)উপকরন বিতরণ করেন।
মন্তব্য