আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ>>>
নীলফামারীর কিশোরগঞ্জে সিভিল সোসাইটির ফোরামের সাথে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির রিফ্লেকশন সভা অনুষ্টিত হয়েছে। সোমবার(১৯ জুন)সকালে উপজেলা সিভিল সোসাইটি ফোরামের আয়োজনে ও জয়েন্ট এ্যাকশান ফর নিউট্টিশন আউটকাম (জানো) প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএনও নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট,বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন,উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরুল আমিন শাহ্,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সাবের হোসেন,উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান,কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম আনোরমারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও যুগান্তরের উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক,জানো প্রকল্পের উপজেলা শাখা ব্যবস্থাপক কাজল কুমার রায়,উপজেলা সিভিল সোসাইটি ফোরামের সদস্য ও নয়া দিগন্তের প্রতিনিধি শাহজাহান সিরাজ,দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আনোয়ার হোসেন,জানো প্রকল্পের উপজেলা প্রতিনিধি নুর ইসলাম,হাসান আলী,সবিতা রাণী প্রমুখ।সভায় বক্তাগণ জানো প্রকল্পের পুষ্টির অগ্রগতির নানা দিক তুলে ধরে আলোকপাত করেন।
মন্তব্য