আনোয়ার হোসেন-কিশারগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ>>>
নীলফামারীর কিশারগঞ্জে পারিবারিক কলহের জেরে মনি আক্তার (২১) নামের এক গহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুর ২টায় গাড়াগ্রাম ইউনিয়নর দোলা পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।নিহত গৃহবধূ ওই গ্রামের রঞ্জু ইসলাম টসসুর স্ত্রী।স্থানীয়রা জানায়,তাদের স্বামী-স্ত্রীর মাঝে শুক্রবার সকালে ঝগড়া হয়। দুপুরে পরিবারের লোকজন ধাানের বীজ বপন কাজে দোলায় যায়।এ সুযোগে ওই গৃহবধূ শয়ন ঘরের আড়ের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়।এ সময় তার আড়াই বছরর ছেলে শিশু মমিন জোড়ে কান্না করতে থাকে। জুমার নামাজ শেষে ফেরার পথে মুসল্লিগণ শিশুটির কান্না শুনত পায়। একজন মুসল্লি বাড়ির ভিতর ঢুকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ দেখে চিৎকার দেয়।কিশারগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।
মন্তব্য