জেলা প্রতিনিধি ( নড়াইল)>>>>
জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তৎকালীন যশোর-১২ আসনের সাবেক সংসদ সদস্য এখলাস উদ্দিন আহম্মেদ ও তার পুত্র এহসানুল হক টুনুর ৩৮ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।রবিবার (১১জুন) সকালে জেলার কালিয়া উপজেলার ব্যান্দারচরে এখলাস উদ্দিন আহম্মেদ ও তার পুত্র এহসানুল হক টুনুর কবর, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে, বিশেষ মোনাজাত ও বাদ যোহর বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এখলাস উদ্দিন আহম্মেদের ছেলে ডাঃ এনামুল হক, সাবেক কালিয়া উপজলো চেয়ারম্যান খান শামীমূর রহমান ওসি, কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, নড়াগাতি থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ মোঃ ফুরকান সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।উল্লেখ্য,১৯৮৫ সালে ১১ জুন তৎকালীন-১২ আসনের সাবেক সংসদ সদস্য এখলাস উদ্দিন আহম্মেদ ও তার পুত্র এহসানুল হক টুনুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দূবৃত্তরা।
মন্তব্য