মোঃ জুয়েল রানা নেত্রকোনা কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোণা জেলার কলমাকান্দা থানা গোল ঘরে ওয়ার্ল্ড ভিশন-বাংলাদেশ নাজিরপুর এপির সহযোগীতায় ও সিভিএ এর আয়োজনে শিশু নারী ও প্রতিবন্ধীদের ডেক্স সেবা অধিকতর সেবা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এপি প্রোগ্রাম অফিসার টুকি চাম্বুগং এর সংঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম পিপিএম। প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম পিপিএম বলেন শিশু ও নারীদের সার্বিক সহযোগীতা ও যে কোন ধরনের অভিযোগ নিবিড় ভাবে পর্যবেক্ষণ করে দেখা হয়যে কোন সহিংসতার ব্যাপারে অভিযোগ বিশেষ গুরুত্ব সহকারে দেখা হয়।শিশুদের মানসিক ও শারীরিক বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হয়। নাজিরপুর এপি এ ব্যাপারে সচেতনতা ও প্রচারণা চালাচ্ছে এ ব্যাপারে তিনি নাজিরপুর এপি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।উক্ত আলোচনা সভায় সিভিএ প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলমাকান্দা প্রেস ক্লাব সেক্রেটারী মোঃ ফখরুল আলম খসরু, এস.আই সায়েদুল ইসলাম, এএসআই তৃণা রাণী, এপি প্রোগ্রাম অফিসার মৌরশী লিমা ঘাগ্রা ও শিশু ফোরাম নেতা নাজমুল হক ও রিফাত আহম্মেদ।
মন্তব্য