মোঃ জুয়েল রানা কলমাকান্দা নেত্রকোনা প্রতিনিধি>>> ভারতীয় কম্বলসহ নেত্রকোনার কলমাকান্দায় মো. লোকমান (৪৩) নামে এক বাসের সুপারভাইজারকে আটক করেছে সেনাবাহিনী।তিনি কলমাকান্দার মাইসগানগা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।শনিবার (১৬ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বাবনি এলাকা থেকে তাকে আটক করা হয়।বেলা সোয়া ১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বরত সেনা কর্মকর্তা ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব।তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে বাবনি এলাকায় সেনা ক্যাম্পের সার্জেন্ট নাসিরের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।বেলা ১২টার দিকে ঢাকাগামী ‘পাহাড়ি ট্রাভেলস’ নামক বাসে তল্লাশী করে সাতটি ভারতীয় কম্বর জব্দ করে টহল দলটি।এর সাথে জড়িত থাকায় বাসের সুপারভাইজার লোকমানকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসের সুপারভাইজার লোকমান এসব কম্বল চোরা চালানের সাথে সরাসরি জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।সে প্রায় সময়ই কলমাকান্দা থেকে ঢাকায় অবৈধভাবে ভারতীয় কম্বল পাচার করে আসছিল।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তিকে কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করার কথা জানান এই সেনা কর্মকর্তা
মন্তব্য