কলমেঃ নাজমুল ইসলাম
তারিখঃ ১৬.০৬.২০২৩
তোমার সাদা কালো জীবনে
আমার মন কেড়েছো গতি,
হঠাৎ বর্ষার আগমনে শেষে
তুমি নিয়েছো বিরতি।
তোমার হৃদয়ের পাশে
আমি আছি সারাক্ষণ,
বর্ষা আগমনের বর্ষাবরণ
দোলা দিয়ে যায় মন।
বৃষ্টির ভেজা দিনে চায়ে
চুমুতে কথা হবে নির্জনে
তোমার আমার গল্পে
ভেসে উঠবে আনমনে।
নীল আকাশে দিকে তাকিয়ে
পড়বে হয়তো বৃষ্টি,
আমার চোখে শুধু তোমাকে
দেখি অজানা এক দৃষ্টি।
বাইরের বৃষ্টি ভেজা দিনে
ভিজবে তোমার সাথে মন,
ঠান্ডা শিতল হাওয়ায় বাতাস
তোমায় ছুয়ে সারাক্ষণ।
ঠাকুরগাঁও জেলা
বাংলাদেশ।
মন্তব্য