কলমে নাসরিন ইসলাম
প্রেমিক হতে চাইছো!
প্রেমিক হতে চাইলে ঋতু বুঝবে না,
তা কি হয়?
তা কি করে হয় বলো!
এই ধরো;
কৃষ্ণচূড়ায় চাইবে গোলাপ-বেলী,
হাড়কাঁপা শীতে চাইবে জলকেলি!
শেষমেশ ফিনিক্স পাখিতে জনম রূপান্তর।
বিহন’র দাবানলে বিন্দু বিন্দু বিষাদ সিন্ধু !
ভস্ম’র প্রতিটি অনল ফুলকি তে
জন্ম নিবে এক একটি ফিনিক্স,
বুভুক্ষু আত্মা তাড়িয়ে বেড়াবে জন্ম-জন্মান্তর!
অনন্তকাল
সত্তা-স্বকীয়তা অস্তিত্বের লেলিহান শিখায়
আলোকিত করে চলবে,
অন্ধকার অলি-গলি সুরিখানা রাজপথ।
নিরবধী বয়ে বেড়াবে পিপাসার্ত -আত্মা
গগন-জমিন এ বিশ্ব চরাচরে
ছুঁটে চলবে জনম জনমের তরে
স্বর্গ প্রাপ্তির নেশায় নরক’র আলপথ ধরে।
অতৃপ্ত দেহমন অলিন্দ রথ!
পুড়ে পুড়ে কয়লা নিস্পাপ পার্থিব প্রান্তর-পথ।
সৃজনকালঃ ১২ জুন-২০২৩ ইং
মন্তব্য