কলমে ঃ মোঃ আতিয়ার রহমান
তারিখ ঃ ৩০-৫-২৩
পতপতিয়ে উড়ছে ঘুড়ি
দেখতে লাগে বেশ
ঘুড়ির বাঁশির সুরের যেনো
থেকে যায় রেশ।
ঘুড়ি উড়াতে বেশ লাগে
সববয়সীদের কাছে
ঘুড়ি প্রেমি আছে যারা
তাদের হৃদয় নাচে।
রঙবেরঙের ঘুড়ি উড়ে
দুর আকাশে দেখি
আনন্দ উল্লাসে মেতে উঠে
নয়তো তা মেকি।
চিলেঘুড়ি তারাঘুড়ি
নাম অজানা কত
বৈশাখের ঝড় বাতাসে
দেখি ঘুড়ি শত।
নীল আকাশে রঙিন ঘুড়ি
মেঘের দেশে উড়ে
সুতোর নাটাই পড়লে টান
নিজের কাছে ফেরে।
মন্তব্য