২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |

কবিতার বার্তা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কবি শাহাদাত হোসেন তালুকদার >>>

কিইবা পারি বলিতে তোমায়
মনেই জাগেনা ভাষা,
দিতে পারি শুধু বাতাসের পিঠে
অনু সম ভালোবাসা।

লিখেন তিনি অনেক ভালো
কল্পনা জড়ো কাছে,
অরোধ্য ছন্দে সৃষ্টির আনন্দে
মন ময়ূরী নাচে।

অর্থ বহুল বাক্য কথন
কলম সুরে বাজে,
খুব ভালো সেই কবির কবি
হাজার কবির মাঝে।

কাকতালীয় পরিচয় মাঝে
কবির অভাব নাই,
তারি ভেতর কেউবা আছে
কবির মনের আঙিনায়।

স্নেহ মুগ্ধ গুণের কবি
ছড়িয়ে ছিটিয়ে রয়,
সহজ নহে খুঁজে নেয়া কবির
আসল পরিচয়।

স্বস্তি মিলে ভাবলে তারে
মস্ত আশা জাগে,
কথা বার্তা সব কিছু তার
বড়োই ভাল লাগে।

খেয়ে পড়ে বাঁচার জীবন
দু’দিন পরে শেষ,
বাঁচতে এখন ভালো লাগে
ভাবতে তাকে বেশ।

যে ধারাতেই হোক না লেখা
লেখাই যদি হলো,
কারো জন্য নয় লেখা বেশ,
আমার মতে ভালো।

তার কবিতায় রস রসায়ন
ফিনকি সুবাস উঠে,
কবিতাতে মনটা কবির
তৃপ্তি স্বাদে কাটে।

লেখার সাথে বাঁচতে গিয়ে
যারে বুঝতে পেলাম,
তাঁর ভেতর এক কবি সত্তা
রূপের আলোক নিলাম।

হাসিরা বলো খুশীই বলো
ইচ্ছা গুলো সব,
কোথাও কোথাও একক সুত্র
মনের মিল ও ভাব ।

কবির লেখা মিষ্টি অতি
শান্তি ভরে বুক,
ভাবতে যাহা ভালো লাগা আছে
ইহাই মনের সুখ।

যেই কবিতা আমার ব্যাথা
বার্তা প্রেরণ তাই,
চেনা জানায় তাহার মতো
এমন কবি নাই।

মন্তব্য

<img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

আরও পড়ুন

You cannot copy content of this page