কবি- সাদেকুল ইসলাম
পরিচয়হীন শিশু আমি
থাকি পথের মাঝে
অনাহারে,অর্ধাহারে থাকি সদা
সকাল-দুপুর,সাঝে।
পথে পথে ঘুরি ফিরি
পেট হয়না বোঝাই।
সভ্য সমাজ নাম দিয়েছে
আজ আমাদের টোকাই।
বস্তা নিয়ে ঘুরি ফিরি
কুড়াই বোতল-পলিথিন
বড়লোক তো থাকে ভালোই
সুখে কাটায় দিন।
থাকার মতো একটু জায়গা
পাইনা মোরা খুঁজে
দেয়নাতো কেউ একটু সেবা
কেমনে আসে বুঝে?
আমরা কি ভুল করেছি বলো
জন্ম নিয়ে ধরায়?
আমরাও তো বাঁচতে চাই
শিক্ষার আলো জ্বালায়!
মন্তব্য