২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ
  • কবিতাঃ “আমাদের ছোট্ট সংসার
  • কবিতাঃ “আমাদের ছোট্ট সংসার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    কবি-মোঃ সামিউল ইসলাম (সুজা)

    মাটির উঠানের পাশে টিনের ঘর
    তোমার আমার ছোট্ট সংসার ,
    পাশে একটা ছোট কাটা পুকুর
    তার পাশে ছোট্ট একটা রান্নাঘর।

    রান্নাঘরে থাকবে একটা মাটির চুলা
    টিউবওয়েল বসানো থাকবে বাড়িটা,
    চারপাশে থাকবে আম, কাঠাল গাছ
    উঠানে হাসনাহেনা,গোলাপের চাষ।

    গ্রামের বড়ো বাজারে মুদির দোকান
    আমার অল্প কিছু প্রতিদিনের রোজগার ,
    বিকাল বেলা সেই বাজারে বাজার করে
    সন্ধ্যাবেলা বাড়ি ফেরা হোক আমার।

    ফিরতে ঝিঝি পোকার শব্দ করা গান
    সাথে খালি গলায় মুয়াজ্জিনের আজান,
    রাতে গায়ে জড়ানো পুরানো কাঁথাটা
    পাশে থেকে বলবে দিনের জমানো কথা।

    কুপির আলো নিভিয়ে জড়িয়ে ধরে রাতে
    ফিসফিস গল্পে তোমার খিলখিল হাসি,
    আমার অল্প রোজগার হোক প্রতিদিন
    এভাবে কাটুক আমাদের ছোট্ট সংসারটি।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page