২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • কক্সবাজার
  • কক্সবাজারের সদর থানাধীন কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে ৩০,০০০ পিস ইয়াবাসহ একজন বরখাস্তকৃত বিজিবি সদস্য মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।
  • কক্সবাজারের সদর থানাধীন কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে ৩০,০০০ পিস ইয়াবাসহ একজন বরখাস্তকৃত বিজিবি সদস্য মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    জায়েব উদ্দিন ; সদর উপজেলা প্রতিনিধি। ১৫ জুন ২০২৩ খ্রিঃ অনুমান ০০.২০ ঘটিকার সময় র‌্যাব-১৫, কক্সবাজার সিপিএসসি এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়, কক্সবাজার জেলার সদর থানাধীন পৌরসভার ১২নং ওয়ার্ডস্থ কলাতলী ওয়াল্ড বিচ রিসোর্টের পাশে গ্রীন লাইন পরিবহন কাউন্টারের ভেতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনার একপর্যায়ে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের নিকট মোঃ আশরাফুল বারী বাঁধন নামে একজন মাদক কারবারী ধৃত হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা সেনাবাহিনীর পরিহিত পোশাকের কালারের ব্যাগ তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় মোঃ আশরাফুল বারী বাঁধন (২৭), পিতা- মৃত বাবুল আকতার @ আকতার আলী, সাং- সিংদই বুড়ির ডাঙ্গা, ডাকঘরঃ কানিয়াল খাতা, ইউনিয়ন- ০৯নং ইটাখোলা, থানা- নীলফামারী সদর, জেলা- নীলফামারী বলে জানা যায় এবং আভিযানিক দল বর্ণিত স্থানে পোঁছানোর পূর্বেই দুইজন মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায় মর্মে ধৃত আসামীর নিকট থেকে জানা যায়। ধৃত ব্যক্তিরা জানায়, সে একজন চাকুরীচ্যুত বিজিবি সদস্য, সে দীর্ঘদিন যাবৎ বিজিবির সদস্য পরিচয় দিয়ে অজ্ঞতানামা আসামীদের পরস্পর যোগসাজসে নকল সিসি তৈরী করিয়া বিজিবির সদস্য পরিচয় দিয়ে অবৈধ ভাবে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মায়ানমার হতে সংগ্রহ করে টেকনাফ কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে মর্মে জানা যায়। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ব্যক্তি ও পলাতক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    দুস্থ ও অসহায় মানুষের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
    প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ জানিয়েছেন পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা রতন লাল মহত
    রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় : বন ধ্বংসে বনকর্মীরা 
    বসতভিটা দখলে নেওয়ার জন্য সংবাদকর্মী ফরহাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা
    চিংড়িজোনে র‌্যাব-১৫ এর অভিযান চকরিয়ায় বাহিনীপ্রধান বেলালসহ গ্রেফতার ৪
    কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিন লাখ টাকার চাঁদাবাজি করেন জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন
    কক্সবাজার সদরের অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
    ‘কক্স ওয়েস্ট ইন’ হোটেলে পর্যটক দম্পতিকে হয়রানীর অভিযোগ

    You cannot copy content of this page