২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |

ও নদী যাচ্ছি চলে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলমে রিতুনুর >>>

তোমায় খুবই মনে পড়ছে
ও নদীর টলমল জল,
কচুরিপানা শৈবাল প্রবালকীট
চিকচিক বালুকণা,
ও ভালোবাসার কাঞ্চা সেনা।
এই লগন জানিনা,
কবে আবার আসবে ফিরে?
হয়তো শহরের বেস্ততায়
মন থেকে মুছে যাবে,
ধিরে ধিরে এই সুন্দর সোঁদা মাটি,
হয়তো হবে গুড়ে বালি।
কতটা আনন্দে তোমার বুকে
প্রাণখোলা মনে হাঁটি,
কেউ জানেনা,
এই সুখের বদনের কথা।
জানো তুমি আর জানে এই মন,
মন পবনের ওতো
একটা বৈঠা আছে!
বাইতে বাইতে পিলপিল চলি,
কখনো কখনো ভোমরের
সাথে কথা বলি,
কখনো নাড়িরটান সবুজের ছায়ে
আজ যাচ্ছি ঢাকার পথে
সবাই দোয়া করবে বন্ধুরা শুভ সকাল।।

মন্তব্য

<img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

আরও পড়ুন

You cannot copy content of this page