স্টাফ রিপোর্টার :>>> বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রযোজক এবং নানান গুনে গুনান্নিত ব্যক্তিত্ব এ্যাড. শাহিদা রহমান রিংকু’র জন্মদিন রবিবার ।এ জন্মদিন তার পারিবারিক ভাবে পালিত হবে। এছাড়াও জন্মদিন উপলক্ষে তার বিভিন্ন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভকাংখী সহ দলীয় নেতৃবৃন্দরা তাকে নানান মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো চলমান রয়েছে। এ্যাড. শাহিদা রহমান রিংকু মোহাম্মদ সাইদুর রহমান ও লুৎফা বেগম দম্পতি’র ঘরে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে স্থায়ীভাবে ঢাকায় বসবাস করে আসছেন। তাঁর গ্রামের বাড়ী মুন্সীগঞ্জ জেলার রামপাল।এ্যাড. শাহিদা রহমান রিংকু একাধারে একজন আইনজীবী, প্রযোজক, নারী উদ্যোক্তা, সমাজ সেবিকা, মানবাধিকার নেত্রী, লেখিকা, সাংবাদিক, ব্যবসায়ী ও খ্যাতিমান রাজনীতিবিদ।তিনি সদা হাস্যউজ্জ্বল ও কোমল হৃদয়ের অধিকারী। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, এস. আর মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজের স্বত্বাধিকারী, এস. আর এন্টারপ্রাইজের কর্ণধার, প্রযোজক এ্যাসোসিয়েশনের সদস্য, এস. আর ক্রীড়া সংঘের সভাপতি, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) ও আরজেএফ ভয়েসের উপদেষ্টা, হাস্যউজ্জ্বল ফোরাম (হাউফো)’র ভাইস-চেয়ারম্যান।এ্যাড. শাহিদা রহমান রিংকু প্রযোজনার ইতোমধ্যে একাধিক টেলিফ্লিম ও নাটক দেশের জনপ্রিয় বিভিন্ন টিভি’তে প্রচারিত হয়েছে।এ্যাড. শাহিদা রহমান রিংকু একজন পজেটিভ ও দেশপ্রেমিক মানুষ। তিনি বিভিন্ন বিষয়ে অবদানের জন্য ইতোমধ্যে একাধিক সম্মাননা পদকে ভূষিত হয়েছে।এদিকে, এ্যাড. শাহিদা রহমান রিংকু জন্মদিন উপলক্ষে বলেন, আমার জন্য সকলে দোয়া ও আশির্বাদ করবেন। সকলের প্রতি রইলো অবিরাম শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকবেন সবাই।অন্যদিকে, এ্যাড. শাহিদা রহমান রিংকু’র জন্মদিন উপলক্ষে অনেকেই অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এরমধ্যে আরজেএফ’র চেয়ারম্যান এসএম. জহিরুল ইসলাম বলেন, আজকের এই দিনের মত উচ্ছাসময় হোক প্রতিবছর-প্রতিজন্মদিন, আশা করি জীবনের বাকি বছর গুলোও হাসিখুশি কাটুক আপনার; শুভজন্মদিন।এছাড়াও হাউফো’র চেয়ারম্যান মো: আল-আমিন শাওন বলেন, সুন্দরতম দিনে সুন্দর এই ভুবনে, পূরণ হোক জীবনে আপনার সবআশা-সবচাওয়া। অটুট থাকুক অনেক বছর আপনার মুখের মিষ্টি হাসি ও দীর্ঘজীবী হন; শুভজন্মদিন।
মন্তব্য