২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> শীর্ষ সংবাদ >> সিলেব্রিটি >> সোস্যাল মিডিয়া
  • উল্টে গেল মালবাহী ট্রেনের বগি, প্রাণে রক্ষা পেলেন পথচারীরা
  • উল্টে গেল মালবাহী ট্রেনের বগি, প্রাণে রক্ষা পেলেন পথচারীরা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি>>>

    পাবনার ঈশ্বরদীতে অল্পের জন্য ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন পথচারীরা। ট্রেনের পেছনের বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। বর্তমানে বগিটি উদ্ধারের ব্যবস্থা চলছে।দুপুর সোয়া ২টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনের ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, মালবাহী ট্রেনের এমটি (খালি) বগি সংযোজন করার সময় লাইনচ্যুত হয়ে পাশে উল্টে পড়ে যায়। এসময় ট্রেনের বগি থেকে চাকা বিচ্ছিন্ন হয়ে পড়ে। উল্টে যাওয়া বগির ১০ গজ দূরে লাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন পথচারী। সেখানে ট্রেনের বগি উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটতে পারতো। বগি উল্টে যাওয়া দেখে পথচারীরা ভয়ে দৌড়ে লাইন থেকে দূরে সরে যান।ঈশ্বরদী রেলওয়ের স্টেশন মাস্টার আসলাম হোসেন বলেন, মালবাহী এমটি বগি সান্টিং করার সময় লাইনচ্যুত হয়ে উল্টে যায়। বিষয়টি রেলের ঊর্ধ্বতন প্রকৌশলীদের জানানো হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী (পথ) বিএম বাকিয়াত উল্লাহ বাংলাদেশ সংবাদ প্রতিদিন কে বলেন, ঈশ্বরদী জংশন স্টেশনে মালবাহী ট্রেনের সাতটি এমটি বগি সান্টিং করা হচ্ছিল। এসময় হঠাৎ পেছনের বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। উল্টে যাওয়া বগি উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে।পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী (ডিএনটি-২) বীরবল মন্ডল বাংলাদেশ সংবাদ প্রতিদিন কে বলেন, উল্টে যাওয়া মালবাহী বগি রিফিল ট্রেনের মাধ্যমে ওঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ঈশ্বরদীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page