২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • অর্থনীতি >> এক্সক্লুসিভ >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> দেশজুড়ে
  • ঈদূল ফিতরের শুভেচ্ছা জানান সাতকানিয়া লোহাগাড়ার সাবেক এমপি- নদভী
  • ঈদূল ফিতরের শুভেচ্ছা জানান সাতকানিয়া লোহাগাড়ার সাবেক এমপি- নদভী

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন (০৭ এপ্রিল ২০২৪) রবিবার বিকেলে মুঠো ফোনে যোগাযোগ কালে তিনি বলেন- সাতকানিয়া লোহাগাড়া উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা।মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও দেশের বাইরে অবস্থানরত সমগ্র মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা।সাতকানিয়া লোহাগাড়ার সাবেক এই অভিভাবক নদভী আরও বলেন, ঈদুল ফিতর দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর মুসলিম উম্মাহর জন্য আসে সুখের বার্তা নিয়ে। তাই দেশ বিদেশের সর্বস্তরের মানুষকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ–উল–ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। হিংসা বিদ্বেষ ও ধনী–গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থ্যতার সহিত ঈদ উদযাপন করবে বলে আমি দোয়া কামনা করছি। রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। তাই আমাদের প্রত্যেককে সংযমী হতে হবে এবং গরিব-দুখী, দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে আদর্শ সমাজ গড়ে তোলার বিষয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।তিনি আরো বলেন,সাতকানিয়া লোহাগাড়ার সকল জনসাধারণের প্রতি আমার শুভেচ্ছা ও অভিনন্দন এবং  ঈদ সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। পবিত্র ঈদুল ফিতরে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহীমান্বিত আহব্বানে শান্তি- সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।রহমত, বরকত, ও নাজাতের মাহে রমজান সমাপ্তি পর আসছে ঈদের খুশি। আল্লাহ্ যেন আমাদের কে হেফাজত করেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশির, ঈদ মানে সহমর্মিতা ও সহযোগিতার অপূর্ব বন্ধন, এই ঈদ ভরে উঠক সকলের জীবন।

    সবশেষে তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা কামনা করেন।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page