২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • পটুয়াখালী
  • আওয়ামী লীগ সরকারের  ১৪ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ ও প্রেস ব্রিফিং করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব।
  • আওয়ামী লীগ সরকারের  ১৪ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ ও প্রেস ব্রিফিং করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দক্ষিণাঞ্চলে সরকার নানা উন্নয়ন নিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম ফকু, দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহমেদ, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান শিমুল সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা।
    প্রেস ব্রিফিংয়ে রাঙ্গাবালী প্রেসক্লাব সভাপতি সিকদার জোবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক কামরুল হাসান রুবেল সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
    এসময় লিখিত বক্তব্যে এমপি মহিব বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদের ১৪ বছর অতিক্রম করে অত্যন্ত সফলতার সাথে বিশ্ববাসীকে তাক লাগিয়ে আকাশচুম্বী চ্যালেঞ্জ, জঙ্গিবাদ নির্মূল ও দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করে উন্নয়ন অগ্রগতির নতুন মাইলফলক সৃষ্টি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। খাদ্য, নিরাপত্তা, বাসস্থান, চিকিৎসা, যোগাযোগ, কৃষি, ক্রীড়া, শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নতিতে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। বিশেষ করে পটুয়াখালীর কলাপাড়ায় দেশের তৃতীয় বৃহত্তম পায়রা সমুদ্র বন্দর নির্মাণ, রাঙ্গাবালী থানাকে উপজেলায় উন্নীতকরণ, পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে উন্নীতকরণ, নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে রাঙ্গাবলী উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন, শের-ই-বাংলা নৌ ঘাঁটি স্থাপন, কুয়াকাটা মহাসড়কে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সেতু নির্মান, দেশের তৃতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন নির্মাণ, আন্ধারমানিক নদীর উপর সৈয়দ নজরুল ইসলাম সেতু নির্মাণ, মহিপুর-আলিপুরে মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ সহ একাধিক মেগাপ্রকল্প সহ নানা উন্নয়ন হয়েছে। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ‘নৌকায়’ ভোট দিন। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বারবার দরকার।’

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    পটুয়াখালী বাউফলে কলেজ ছাত্রী ধর্ষণ মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার।
    পটুয়াখালীতে মাদ্রাসার ১ম শ্রেনীর ছাত্রকে বলাৎকার করে আহত ঘটনায় প্রধান শিক্ষকসহ দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা
    পটুয়াখালীর বাউফলে আলিম পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষকের কারাদন্ড
    পটুয়াখালী বাউফলে নদী থেকে এক নারীর লাশ উদ্ধার।
    পটুয়াখালী বাউফলে ডাকাত দলের সদস্য দ্বীপ্ত কর্মকার গ্রেপ্তার।
    পটুয়াখালী মির্জাগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি সহ বিভিন্ন অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন।
    পটুয়াখালী কলাপাড়ায় একটি ডোবা থেকে জীবিত ডলফিন উদ্ধার।
    পটুয়াখালী জমি দখলের অভিযোগে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী চিন্ময় বনিক সুমন বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    You cannot copy content of this page