জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি>>>
পাবনার সাঁথিয়ায় বৃহস্পতিবার (০৬ জুলাই) সকালে নিজ কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুই চাচাতো ভাই নিহত হয়েছেন।নিহতরা হলেন উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের কাবারীকোলা গ্রামের মাসুদ মুন্সীর ছেলে কীটনাশক ব্যবসায়ী জামিরুল মুন্সী (৪০) ও একই গ্রামের জালাল মুন্সীর ছেলে অনার্সের ছাত্র বাবু (২৫)। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী ফারুক সিকদার আহত হয়েছে।স্থানীয়রা জানান, জামিরুল বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে চাচাতো ভাই বাবু ও ফারুককে নিয়ে মোটরবাইকে কাশিনাথপুরে রওনা হয়। এদিন ছিল জামিরুলের কীটনাশকের দোকানের হালখাতা। পথিমধ্যে চন্ডিপুর রেললাইন অতিক্রমের সময় পাবনার ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেসের সাথে সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই কাটা পড়ে দুই চাচাতো ভাই নিহত হয়।অপর আরোহী মোটরবাইক থেকে ছিটকে পড়ে আহত হয়। দুই ভাই নিহতের কথা শুনে এলাকায় স্বজন ও প্রতিবেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে উঠছে। সংবাদ পেয়ে ঈম্বরদী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

