
মোহাম্মদ শিবলী সাদেক (কক্সবাজার) প্রতিনিধি:>>>
কক্সবাজারর উখিয়া থানাধীন মরিচ্যা এলাকায় অভিযান পরিচালনা করে ৪০,০০০ পিস ইয়াবা উদ্ধারসহ এক জনকে গ্রেফতার করে র্যাব-১৫।০৫ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল হলুদিয়াপালং ইউনিয়নের ০২নং ওয়ার্ডের পাগলির বিলের মরিচ্যা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে, এসময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকরলে আভিযানিক দল অংনইচৌ মার্মা (২০) নামে একজন মাদক কারবারীকে ৪০,০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে, সে সোনাছড়ি, লামাপাড়া, থানা-নাইক্ষংছড়ি, জেলা-বান্দরবান এলাকার বাসিন্দা।মাদক কারবারী জানায়, সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বান্দরবান ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করেন।এ বিষয়ে র্যাব-১৫ বলেন, সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪০,০০০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছি, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।