
বাবুল রানা(বিশেষ প্রতিনিধি)মধুপুর টাঙ্গাইল>>>
টাঙ্গাইলের মধুপুরের পৌরসভাধীন গোপিনাথপুর গ্রামের টেপাখালী মোড়ে তিন রাস্তার মাথায় পাঁকা রাস্তার উপর মাদক অভিযান চালিয়ে দুই লক্ষ টাকার হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ পৌরসভাধীন গোপীনাথপুর গ্রামের টেপাখালী মোড়ে অভিযান চালিয়ে টেকিপাড়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে মোঃ বাছেদ আলী (৫৩) কে গ্রেফতার করিয়া তাহার নিকট থেকে দুই লক্ষ টাকার হেরোইন উদ্ধার করে। এই সংক্রান্তে উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মধুপুর থানায় নিয়মিত মাদক মামলা রুজু সহ আসামীকে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।