সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ>>
নওগাঁ মহাদেবপুরে ঈদ পূর্ণমিলনি অনুষ্ঠিত হয়েছে৷
গতকাল ২ জুলাই রবিবার বিকাল ৪ ঘটিকায় মহাদেবপুর আওয়ামী লীগের দলীয় পার্টি অফিসে অনুষ্ঠিত হয়েছে৷ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন নওগাঁ- ৩ (মহাদেবপুরে – বদলগাছি) আসনের এমপি জনাব, আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম,বিশেষ অতিথি, মহাদেবপুর থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার চেয়ারম্যান জনাব, আহসান হাবিব ভদন, ভাইস চেয়ারম্যান জনাব, অনুকূল কুমার সাহা (বুদু),সাংগঠনিক সম্পাদক জনাব, আলহাজ্ব আনোয়ার হোসেন মন্ডল, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান জনাব, মেহেদী হাসান মিয়া, সদর ইউপি চেয়ারম্যান জনাব, সাঈদ হাসান তরফদার শাকিল,যুবলীগ নেতা সাকলাইন মাহমুদ রকি, আরো উপস্থিত ছিলেন,বাবুল ঘোষ,বকুল হোসেন, থানা ছাত্রলীগের সভাপতি,
আবু মুসা আল আশাড়ী,তনু কুমার দেব,মাহমুদ হাসান নয়ন সহ থানা আওয়ামী লীগ,ছাত্রলীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।বছর ঘুরে এই আনন্দঘন মুহূর্তটি আবার ফিরে আসুক মূলত এটিই তাদের প্রত্যাশা৷

