
গাজী কামরুল ইসলাম জেলা প্রতিনিধি>>
কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সরকারি আইনজীবী এ্যাড. মোশাররফ হোসেনের ছোট ছেলে শেখ মুরাদুল হাসান জারিদ অসুস্থ হয়ে ভেলোরে চিকিৎসাধীন রয়েছে । তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছ কয়রা সাংবাদিক ইউনিয়ন।বিবৃতিদাতারা হলেন,দৈনিক ভোরের কাগজ ও জম্নভূমি কয়রা প্রতিনিধি শেখ সিরাউদ্দৌলা লিংকন, দৈনিক সংবাদ কয়রা প্রতিনিধি নিশীত মিস্ত্রি, দৈনিক পএদূত কয়রা প্রতিনিধি রিয়াজুল আকবর লিংকন, বাংলাদেশ সংবাদ প্রতিদিন এর আইন বিষয়ক সম্পাদক ও খুলনা জেলার প্রতিনিধি গাজী কামরুল ইসলাম, দৈনিক দেশ প্রতিদিনের খুলনা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মুকুল, দৈনিক তথ্যর কয়রা প্রতিনিধি মোঃ কহিনুর আলম,দৈনিক প্রজম্ন একাত্তর প্রতিনিধি জি এম আলফাত হোসেন, দৈনিক সাতক্ষীরার সকাল প্রতিনিধি জি এম আমিনুর রহমান, দৈনিক দেশ প্রতিদিনের প্রতিনিধি মোঃ আবুল কালাম, প্রমুখ।