
সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট>>>
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৪ নং বাংলাবাজারে চাকুরিজীবী কল্যাণ পরিষদ, জৈন্তাপুর, সিলেট এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ঈদুল আযহার ২য় দিনে ৩০ জুন শুক্রবার বিকেল ৪ ঘটিকায় রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত এই পুনর্মিলনীতে মাষ্টার মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং গ্রামিন ব্যাংক কর্মকর্তা এম এম রকিবের সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক ও বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল ও কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল।উক্ত অনুষ্ঠানে চ্যানেল 24 এর সময়ের সেরা হাফেজ প্রতিযোগিতা/২০২৩ এ সারা বাংলাদেশ থেকে প্রথম স্থান অর্জন হাফেজ কামিল আহমদ কে সংবর্ধনা প্রদান করা হয়।২নং জৈন্তাপুর ইউনিয়নের ১নং লক্ষীপুর গ্রামের ক্যান্সার আক্রান্ত ইরফান আলী ভাই কে আর্থিক অনুদান প্রদান করা হয়।এসময় আরো বক্তব্য দেন সংগঠনের সদস্যবাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পক্ষে ওয়ারেন্ট অফিসার আব্দুর রহমান, বাংলাদেশ পুলিশের পক্ষে আবুল হোসেন, বিমানবাহিনীর সদস্যদের পক্ষে মো: জসিম উদ্দিন, শিক্ষক প্রতিনিধির পক্ষে ইউসুফ জামান, গ্রামীণ ব্যাংকে কর্মরতদের পক্ষে ওসমান গণি, সাইফুল ইসলাম কাইফ, আব্দুর রাকিব, প্রাণিসম্পদ অফিসে কর্মরতদের পক্ষে হাবিবুর রহমান সহ আরো সদস্যবৃন্দ।উপস্থিত ছিলেন সংগঠন এর অন্যান্য সকল সদস্যবৃন্দ।উল্লেখ্য গত এপ্রিল মাসে উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৪ নং বাংলাবাজার এলাকার বিভিন্ন সরকারি, আধাসরকারী, স্বায়ত্তশাসিত, সামরিকবাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্তদের নিয়ে গঠন করা হয় ৪ নং বাংলাবাজার চাকুরিজীবি কল্যাণ পরিষদ।