স্টাফ রিপোর্টার >>>
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে জাতীয় পার্টি’র সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, শরীয়তপুর জেলা জাতীয় পার্টি’র যুগ্ম-সাধারণ সম্পাদক, তরুন সমাজ সেবক ও শিক্ষানুরাগী, সাবেক ছাত্রনেতা মো: ওয়াহিদুর রহমান ওয়াহিদ।তিনি (মো: ওয়াহিদুর রহমান ওয়াহিদ) শরীয়তপুরের কৃতি সন্তান, সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদের আহবায়ক, সাবেক এমএলএ ও এমএনএ, ভাষা সৈনিক ডাঃ গোলাম মাওলা’র সুযোগ্য নাতি। আর জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা, জাতীয় পার্টি’র চেয়ারম্যান, সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি’র আস্থা ও স্নেহ ভাজন ব্যাক্তি।এসময় তিনি বলেন, আমি সকল’কে জানাই পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। সকলের গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা, এই কামনা করি। আর ইসলাম ধর্মাবলম্বির জনসাধারণের বড় দুইটি ধর্মীয় উৎসবের মধ্যেই একটি ঈদ হলো ঈদ-উল-আযহা। মহান আল্লাহ পাক মুসলিম উম্মাদের প্রতি নিয়ামাত হিসেবেই ঈদ দান করেছেন। ঈদ-উল-আযহা হলো ত্যাগের উৎসব। আমি পবিত্র এই দিনে সকলের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি, আমিন।

