
আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>>> চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন বাসীর সার্বিক কল্যান কামনা করে পবিত্র ঈদূল আজাহা’র শুভেচ্ছা জানিয়েছেন ৬নং এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা জনাব আলহাজ্ব মোহাম্মদ আবু ছালেহ।সম্প্রতী গণমাধ্যম কর্মিদের দেওয়া এক শুভেচ্ছা বানিতে তিনি বলেন, প্রতি বছর ত্যাগের উজ্জ্বল মহিমায় উজ্জিবিত করে আমাদের ব্যক্তিজিবন থেকে লোভ, হিংসা, ক্ষোভের নেতিবাচক বিষয়গুলো ত্যাগ করে মহান রবের সন্তোষ্ঠির উদ্দেশ্যে আমরা পশু কোরবানীর মাধ্যমে যে ত্যাগের দৃষ্ঠান্ত স্থাপন করি এবং পবিত্রতম এ দিনে আমাদের সমাজের বিত্তবানরা কোরবানী দেওয়া পশুর মাংস সমাজের গরীব অসহায় মানুষদের মাঝে অকাতরে বিলিয়ে যে ভ্রাতৃত্ব, সাম্য ও মানবিকতার দৃষ্ঠান্ত স্থাপন কর, এই ত্যাগ, সাম্য ও মানবিকতার শিক্ষা যদি আমরা আমাদের ব্যক্তিজিবনে প্রতিফলন ঘটাতে পারি তাহলে আমাদের সমাজ হবে আলোকিত সমাজ। ঈদুল আজাহা’র প্রাক্কালে চেয়ারম্যান আবু সালেহ তাঁর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যান কামনা করে সকলকে ঈদুল আজাহার শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্মার্ট বাংলাদেশের রুপকার বঙ্গবন্ধু তনয়া গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাছিনার জন্য দোয়া কামনা করেছেন। একিই সাথে তিনি সাতকানিয়ার সর্বস্তরের মানুষকে ঈদের আনন্দ একে অপরের সাথে ভাগ করে নেয়ার ও অনুরোধ করেন