আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)>>>
নীলফামারীর কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে নারী,শিশু , বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার টাউন হল কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।এপির প্রোগ্রাম ম্যানেজার পিকিং চাম্বুগং এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, বিশেষ অতিথি হিসেবে ছিলেন,থানা শিশু সুরক্ষা অফিসার সাব ইন্সপেক্টর গুলনাহার বেগম।আরো উপস্থিত ছিলেন, যুব ফোরাম, ইয়থ ফোরামের ৫০ জন সদস্য প্রমুখ। এসময় বক্তাগণ নারী, শিশু ,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর সেবা নিয়ে বিশদ আলোচনা করেন ও সেবার বিভিন্ন দিক উপস্থিত চাইল্ড ফোরাম, ইয়ুথ ফোরামসহ উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন। থানা এ সকল ব্যক্তিদের আইনগত সহায়তার পাশাপাশি নিরাপদ আশ্রয়, আহার,চিকিৎসাসহ সব ধরনের সহযোগীতা করবেন মর্মে অভিমত ব্যক্ত করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,এপির প্রোগ্রাম অফিসার জুফিরাজ দোলন কূবি।

