কলমে ঃ-নাজিম উদ্দিন
**********************
২৬/০৬/২৩ খ্রিষ্টাব্দ।
প্রেমিক প্রেমিকার প্রেমের ফসল
রাস্তায় পড়ে রয়,
রাস্তায় তারা ঘুরে বেড়ায়
রাস্তায় বড় হয়।
শিক্ষা দীক্ষা পায় না তারা
লাথি গুতা খায়,
চুরি করে, হাত পেতে খেয়ে
রাস্তায় বড় হয়।
মানুষ হয়েও কুকুরের সাথে
প্লাটফর্মে ঘুমায়,
শীতের রাতে শীতে কাঁপে
কাথা নাহি পায়।
এইভাবে তারা ধীরে ধীরে
সমাজের বোঝা হয়,
সমাজ তাদের অবহেলা করে
বুকে টেনে নাহি লয়।
দোষ কি তাদের কে বলিবে!
জবাব আছে কারো,
সমাজ পতিরা টোকাই বলে
সমাজ পতিরাই বড়।
সমাজ যদি নষ্ট হয়ে থাকে
টোকাইরা কি দায়ী,
সমাজের লোককি দুধে ধোয়া
টোকাইরা দায়ী একাই?
—————————————

