
জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি>>>
শুক্রবার সন্ধ্যায় পাবনার আমিনপুর থানার কাজিরহাট ঘাটের স্পিড বোর্ড পন্টুনের উপর অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব- ১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। আটককৃত অস্ত্র ব্যবসায়ীর নাম মোঃ সহিদুল ইসলাম (৩৫)। সে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার বংখরি গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে। র্যাব জানায়, কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার আমিনপুর থানাধীন দড়ি শরিফপুর গ্রামস্থ যমুনা নদীর পাশে কাজিরহাট ঘাটের স্পিড বোর্ড পন্টুনের উপর’ অভিযান পরিচালনা করে ১টি বিদেশী রিভলবারসহ ১ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে। র্যাব বলছে, অস্ত্র ব্যবসায়ী সহিদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে পাবনা জেলার আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কমান্ডার