
বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি >>>
টাঙ্গাইলের মধুপুরে প্রতি বছরের ন্যায় এবারও পালিত হলো সনাতনী ধর্মালম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা। প্রভু জগন্নাথ, প্রভু বলদেব ও মাতা সুভদ্রা দেবীর কৃপাদৃষ্টি প্রার্থনায় রথযাত্রায় সামিল হয়েছেন প্রায় সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী মানুষ। রথের র্যালিটি শ্রী শ্রী নিত্যানন্দ মন্দির থেকে যাত্রা শুরু করে মধুপুর বাসস্ট্যান্ড শেট বাড়ী গিয়ে শেষ হয়। এসময় রথযাত্রা র্যালীতে অংশ গ্রহন করেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।সাত দিন পর এই রথ আগামী মঙ্গলবার ফিরতি যাত্রার মাধ্যমে আবারও নিত্যানন্দ মন্দিরে আসবে।মঙ্গলবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে প্রভু জগন্নাথ, প্রভু বলদেব ও মাতা সুভদ্রা দেবীর বিগ্রহে আলাদা ৩টি পুষ্পকরথে (ফুল দিয়ে সাজানো) স্তোত্রগানের বন্দনা দিয়ে শুরু হয়েছে এ বছরের রথযাত্রা।এ আয়োজনের পুরোভাগে রয়েছেন নিত্যানন্দ সেবা আশ্রম ও মধুপুরের সকল সনাতনি ধর্মালম্বী মানুষ।বৃষ্টি বর্ষা মাথায় নিয়ে রথ যাত্রা সামিল হতে আসা রাজিব ঘোষ (ঘুতু) বলেন, প্রভু জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মা আজ আমাদের কৃপা করবেন বলে ধরাধামে এসেছেন। আজ প্রার্থনা করব প্রভু যেন সব সংকট সমাধানে আমাদের সাহস ও শক্তি জোগান।আমাদের মন যেন সবসময় তার চরণে নিবেদিত থাকে।এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং কৃষি মন্ত্রী ডক্টর আবদুর রাজ্জাক এমপি বলেন, দেশে এখন আর দুর্ভিক্ষ নাই, অভাব নাই, কোনো খাদ্য ঘাটতি নাই। আগামী দিনে আমরা মধুপুরকে আধুনিক উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলবো।এ সময় আরো উপস্থিত ছিলেন মধুপুরের পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, সাবেক ভাইস চেয়ারম্যান মীর ফরহাদুল আলম মনি,আশ্রমের সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক অলোক কুমার চৌধুরী স্বপন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মধুপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সুশিল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাধন মজুমদার, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু জয় দে সরকার, শুভ চৌহান, ডাক্তার জহর লাল চৌধুরী, বাবু জীবন কুমার চৌধুরী,মদন গোপাল দেবোত্তর স্টেট সভাপতি অধ্যাপক সুধাংশু দেবনাথ ও সাধারন সম্পাদক গোষ্ঠ সিংহ অধ্যাপক মানিক চন্দ্র বসু, বাবু কমলেশ চন্দ্র রায়,তুষার চৌহান সহ আরো অনেকেইপবিত্র রথযাত্রা উপলক্ষে অগ্নিহোত্র যজ্ঞ (বিশ্ব শান্তিকল্পে), আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলী কীর্তন ও ধর্মীয় নাটকসহ বিবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মন্দিরে।আগামী ২৮জুন উল্টো রথে চেপে প্রভু জগন্নাথ, প্রভু বলদেব ও মাতা সুভদ্রা দেবী ফিরবেন নিত্যানন্দ সেবা ও অনাথ আশ্রমে মন্দিরে, আর সেখানেই হবে আয়োজনের সমাপ্তি।