
সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট।
আগামী ২৯শে জুন মুসলিম উম্মাহর ২য় সর্বোচ্চ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলার কোরবানির পশুর হাটের সার্বিক ব্যবস্হাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট হাট ইজারাদার ও বাজার পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০শে জুন মঙ্গলবার রাত ৮ ঘটিকার সময় জৈন্তাপুর মডেল থানায় অফিসার ইনচার্জ কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী পুলিশ সুপার কানাইঘাট সার্কেলের মো আব্দুল করিম ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুকের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন সরকারী ইজারাকৃত হাটের ইজারাদার ও বাজার পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ঈদুল আযহায় গবাদিপশুর হাটে ক্রেতা,বিক্রেতাদের সুবিধার্থে মাইকিংয়ের ব্যবস্হা রাখার কথা বলা হয়েছে। অর্থ লেনদেনের সময় জালনোট নিরিক্ষণযন্ত্রের ব্যবস্হা রাখা, পশু সারিসারি ভাবে শৃঙ্খলাবজায় রেখে দাড়ানো, চুরি পকেটমার রোধে পুলিশের সহায়তা প্রদান, ক্রেতা সাধারণের সাথে সৌজন্যমুলক আচরণ,অতিরিক্ত হাসিল আদায় থেকে বিরত, প্রানী সম্পদ কর্মকর্তাদের মনিটরিং জোরদার,ক্রেতাদের সুবিধার্থে নির্দেশনামুলক ব্যানার টাঙানো এবং সহযোগিতা পেতে কতৃপক্ষের মোবাইল নাম্বার উল্লেখ রাখা, বাহিরের ব্যাপারীরা কাঙ্খিতমুল্য না পেলে হাট পরিবর্তন করতে চাইলে বাঁধা না দেয়া,সিলেট তামাবিল মহাসড়কের পাশের হাট গুলোতে যানজট এড়াতে ও সড়ক দূর্ঘটনারোধে নিরাপত্তা প্রদান। পশুবহনকারী গাড়ী নির্দিষ্ট স্হানে পার্কিং,ক্রেতাদের পশু পরিবহনে সার্বিক সহোযোগিতা ছাড়াও পুলিশের একটি টিম ঈদের পূর্ব রাত পর্যন্ত হাটে নিয়মিত টহল দিবে।তাছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সার্কেল এ এসপি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন হাট পরিদর্শন করবেন।এছাড়াও হাটের শৃঙ্খলা বজায় রাখতে কমিটির পক্ষ থেকে কমিউনিটি টিম কাজ করবে বলে সভায় জানানো হয়।এছাড়াও হাটের আশপাশের এলাকায় অগ্নিনির্বাপক ব্যবস্হা রাখা এবং পর্যাপ্ত পানির জোগান নিশ্চিত করতে বলা হয়েছে। উল্লেখ্য জৈন্তাপুর উপজেলায় চিকনাগোল, হরিপুর,দরবস্ত,জৈন্তাপুর ও আসামপাড়াতে এই পাঁচটি স্হানে কোরবানির পশুর হাট বসানো হবে।তার মধ্যে চিকনাগোল ও দরবস্ত বাজার মহাসড়কের নিকটবর্তী হওয়ার সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্হা গ্রহনের উদ্যোগ নেয়া হয়েছে।