
আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ>>>
নীলফামারীর কিশোরগঞ্জে প্রতিথযশা সাংবাদিক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এসএসএম বাসুর স্মরণে স্মৃতিচারণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার রাতে উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে কিশোরগঞ্জ বাজারস্থ কেন্দ্রীয় শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি মন্দিরে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পতিরাম চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিথুন কুমার রায়ের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য দেন,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীনেশ রায়,হিন্দু মহাজোটের বিভাগীয় সিনিয়র সহ সভাপতি সন্তোষ কুমার মোহন্ত,পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শিক্ষক সুকুমার রায়,পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় সরকার প্রমূখ।এসময় বক্তাগণ সাংবাদিক এসএসএম বাসুর ব্যক্তিগত ও কর্মময় জীবনের নানা দিক স্মৃতিচারণ করে বক্তব্য দেন।পরিশেষে বিদায়ী আত্মার শান্তি কামনায় গিতাপাঠ করা হয়।জানা যায়,তিনি ২০১৩সালে ১৯ জুন বুধবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পরলোক গমন করেন।