
মিজানুর রহমান নিজস্ব প্রতিবেদক>>>
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভারতীয় ৪ লাখ রুপী ও বাংলাদেশি ৮ হাজার টাকাসহ হামিদুল ইসলাম (৫০) নামের এক হুন্ডী ব্যবসায়ী কারাগারে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে আমার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শেখ হাসিনা ধরলা সেতুর পশ্চিম পাড়ে পুলিশের চেক পোষ্টে তাকে আটক করা হয়। পরে তার মোটরসাইকেলটি তল্লাশী করলে বিশেষ কায়দায় সিটের নিজ থেকে ভারতীয় ৪ লাখ রুপী ও বাংলাদেশি ৮ হাজার টাকাসহ মোটরসাইকেলটিও জব্দ করে থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তার হুন্ডি হামিদুল ইসলাম উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেষা খলিশাকোঠাল গ্রামের মৃত হাসিম আলীর ছেলে।এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, আটক হুন্ডী ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ বাদী মামলা দায়ের করে রবিবার বিকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।