
ইব্রাহীম ইব্রাহীম মিঞা বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ>>>
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় স্ত্রী হত্যা মামলায় দীর্ঘ দিন আত্মগোপনে থাকা পলাতক আসামি গ্রেফতার হয়েছে।শনিবার(১৭ জুন) রাত্রি ১ ঘটিকার সময় বিরামপুর থানা পুলিশের অফিসার এসআই/মোঃ আব্দুর রশিদ ও সঙ্গীয় ফোর্স এর বিশেষ অভিযানে,RAB-5, CPC-2 এর সহায়তায় স্ত্রী হত্যা মামলায় দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে থাকা পলাতক আসামি মোঃ ওয়াসীম আলী(দুলাল)কে নাটোর সদর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।স্ত্রী হত্যা মামলার আসামি ওয়াসীম আলী (৪০) বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের কেটরাহাট এলাকার মৃত নাছিম উদ্দিনের ছেলে।গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত।