
মুরাদুল ইসলাম মুরাদ কুড়িগ্রাম প্রতিনিধি>>>
কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায় বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টেলিভিশনের বকশীগঞ্জ প্রতিনিধ গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ জুন) সকাল ১০ টায় রাজীবপুর উপজেলার বাজারে সুপার মার্কেটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।রাজীবপুর, রৌমারী ও সানন্দবাড়ী কর্মরত সাংবাদিকদের সংগঠন সকল সাংবাদিক ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। উক্ত মানববন্ধনের বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর ফারুকী, প্রফেসর মোখলেছুর রহমান,সাংবাদিক কুদ্দুস বিশ্বাস শহিদুল ইসলাম সহ আরো অনেকে।মানববন্ধনে ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার অতি দ্রুত করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে।এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেয়া যায় না। অতি দ্রুত হত্যার বিচার ও তদন্ত না হলে আরো কঠোর ও কঠিন আন্দোলনের ঘোষণা দিয়েছে রাজীবপুর, রৌমারী ও সানন্দবাড়ী কর্মরত সাংবাদিকরা।