
ইব্রাহীম মিঞা বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ>>>
দিনাজপুরের বিরামপুর পৌর শহরে ৮ নং ওয়ার্ডের মির্জাপুরে বায়তুল নূর জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ জুন) বিকেলে সাব-রেজিষ্ট্রার অফিসের উত্তর পার্শে বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আককাস আলীর ব্যাক্তিগত উদ্যাগে বায়তুল নূর জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) হুমায়ুন কবীর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল বকুল, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ (ভারঃ) মেসবাউল হক, বিরামপুর সাব-রেজিষ্ট্রার দলিল লেখক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান, পাউশগড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশিদ, বিশিষ্ট্য ব্যবসায়ী আব্দুল কাফি, আব্দুর রাজ্জাক, প্রিন্স মাহমুদ, এরশাদ,সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে।পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, বাবার স্বপ্ন ছিলো একটা মসজিদ বানানো। বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে গত ২০২২ সালে রমজান মাসে মসজিদের ভিত্তি প্রস্থর করি। আজ নির্মাণাধীন মসজিদের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি।উদ্বোধন শেষে সকলের জন্য দোয়া পরিচালনা করেন পাউশগড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশিদ।