
নূর ই ইলাহী জামালপুর<<>>
জামালপুরের দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ইউনিয়নের মাদারের চর আশ্রয়ণ প্রকল্পে অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: সোলায়মা হোসেন। বুধবার ( ১৪ জুন ) সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মাদারের চর আশ্রয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে তার ব্যক্তিগত তহবিল থেকে নগত অর্থ সহায়তা প্রদান করেন। এসময় তিনি বলেন আগামীকাল ১৫ জুন বৃহস্পতিবার সকালে উপজেলচেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা পরিষদের তহবিল থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। এ সময় মুঠোফোনে তিনি পল্লী বিদ্যুৎ ডিজিএম কে বিদ্যুৎ লাইনের সংযোগ নিরাপদ রাখতে উদ্যোগ নিতে বলেন ।উল্লেখ্য, গত ১৩ জুন (মঙ্গল বার ) ভোর রাতে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মাদারের চর আশ্রয়ন প্রকল্পের ২১ টি ঘর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ঘরে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র গরু ছাগল ও হাঁসমুরগি পুড়ে ছাই হয়ে হয়।এ সময় আনুমানিক ২০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এ সময় উপস্হিত ছিলেন চুকাইবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আওয়ামীলীগ নেতা আলী হায়দার বাবুল, সালাউদ্দিন আহমেদ প্রমুখ ।