
রামকৃষ্ণ তালুকদার হবিগঞ্জ প্রতিনিধিঃ>>>
হবিগঞ্জের বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের নিরীহ পরিবারের খরিদা জমি জোরপূর্বক দখলে নিতে ব্যর্থ হয়ে নিরীহ পরিবারের বাড়িঘর ভাংচুর লুটপাটের তান্ডব চালিয়েছে প্রতিপক্ষরা। তান্ডবের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার বিবরণে জানা যায়, পশ্চিম জয়পুর গ্রামের আলী আমজদ খানের ক্রয় করা জমির উপর লুলোপ দৃষ্টি পড়ে একই গ্রামের পরসম্পদলোভী মৃত আব্দুল ছত্তারের ৩পুত্র সফিকুল আলম, হুমায়ুন কবির ও সাইফুল আলম। তারা দীর্ঘদিন ধরে আলী আমজদের ওই জমিটি ছলেবলে কৌশলে দখল করতে মরিয়া হয়ে উঠে ৩ ভাই। কিন্তু সব কৌশল ব্যর্থ হওয়ায় অবশেষে গত রবিবার দুপুরে পরিকল্পিতভাবে লাঠিসোটা নিয়ে আলী আমজদের পুরুষশুন্য বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের তান্ডব চালায় ৩ভাই সহ তার লোকজন। তান্ডবকালে আলী আমজদের বাড়ির মহিলা ও শিশুরা ভয়ে আতংকিত হয়ে কান্নাকাটি শুরু করে দেন। এসময় ভয়ে তারা বাড়ির গ্রীল আটকে আত্মরক্ষা করেন। এসময় হামলাকারীরা আলী আমজদের মোরগের খামারের ঘর ভাংচুর করে ও পুকুরে বিষ ঢেলে মাছগুলো মেরে ফেলে বলে দাবী নিরীহ পরিবারের। এ ঘটনায় গ্রামবাসীর সহযোগিতায় আলী আমজদ খান বাদী হয়ে বাহুবল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সাইফুল আলমকে গ্রেফতার করে। এদিকে হামলায় জড়িত থাকা সাইফুল আলমকে গ্রেফতার করলেও স্থানীয় লোকজন আপোস মিমাংসার স্বার্থে তদবির করলে ছেড়ে দেওয়া হয়।