
আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> মাদক-সন্ত্রাস ছেড়ে এসো গাই জীবনের জয়গান’ এ শ্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাই থানাধীন বৈন্যা-কুশুরা এলাকায় পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়।আজ ১০ জুন ২০২৩ খ্রি. তারিখ শনিবার সকাল ১০ ঘটিকায় এ পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামাল এম,পি। উদ্বোধন শেষে তিনি নবনির্মিত পুলিশ ফাঁড়ির আঙিনায় একটি ক্রিসমাস ট্রি রোপন করেন এবং ফাঁড়িতে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে সাক্ষর করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ এমপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম সহ ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) উপস্থিত ছিলেন ।এছাড়াও উপস্থিত ছিলেন ধামরাই পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।উদ্বোধন শেষে বৈন্যা নবজাগরণী সংঘ খেলার মাঠে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম(বার)-এর সভাপতিত্বে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।