
গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি>>>
গোপালগঞ্জে জাতীয় পুষ্টি সেবা কার্যক্রম এর আওতায় সাপোর্টিং মাল্টি সেক্টরাল নিউট্রিশন কো অডিনেশন এর ওপর দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (১৩) জুন সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাক্তার নিয়াজ মহম্মদের সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম কবির শেখ ফজলাতুন্নেছা মহিলা কলেজের প্রিন্সিপাল বেনোজির আহমেদ।সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার সাকিবুর রহমান দৈনিক বর্তমান গোপালগঞ্জের সম্পাদক শেখ মোস্তফা জামান সহ পাচ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ও প্রতিনিধিগণ। সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন অপুষ্টি একটি জাতীয় সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা সকলের দায়িত্ব। খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবতে হবে অসচেতনতার কারণে অনেকে অপুষ্টি রক্তশূন্যতায় ভুগছে। সকলের আন্তরিকতা সম্মনিত রোগের মাধ্যমে তাদের পুষ্টি সেবা কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব। সুস্থ সবল জাতি গঠনের পুষ্টিকর খাবারের কোন বিকল্প নেই