বামনা উপজেলা প্রতিনিধি ফরহাদ আকন>>>
বরগুনার বামনা সদরের আম ব্যাবসায়ী মোঃ বাদল (৪৮)আজ ১১|৬|২০২৩ ইং তারিখ রাত ২•৩০ মিনিটের সময় ঢাকা নেয়ার পথে ভাঙ্গা এস্থানে বসে মারা যায়।পরিবার সূএে জানা যায় মোঃবাদল গত ১০|৬|২০২৩ ইং তারিখ যশোর থেকে আম কিনে আসার পথে রাত ১০ টার সময় ট্রাক ওপর দিক থেকে ছেড়ে আসা পিকাপ এর সাথে মুখোমুখি সংর্ঘস হয়।এতে ঘটনা এস্থানে দুই জন গুরুতর অবস্তায় বরিশালে পাঠায়।নিহত বাদল এর নিজের ট্রাক ছিল।তার সাথে থাকা আরো দুই আম ব্যাবসায়ী ছিল ১মোঃ জফর(৩৫) গুরুতর আহত হওয়া তাকে বরিশাল নেয়া হয়েছে।২মোঃ কামাল( ৪০) আহত প্রাথমিক চিকিৎসা শেসে বামনা নেয়া হয়েছে।