
মহেশপুর উপজেলা প্রতিনিধি মোঃ অমিদ হাসান>>>
মহেশপুর উপজেলা ভবনগর পূর্বপাড়া গ্রামে থাই পেয়ারার বাগান করে সফল হয়েছেন সংবাদিক নাজমুল । তিনি পেশায় সাংবাদিক। উপজেলার শ্যামকুর ইউনিয়নের ভবনগর গ্রামে প্রায় ১ বিঘা জমিতে গড়ে তুলেছেন মিষ্টি ও সুস্বাদু থাই পেয়ারার বাগান। প্রতিদিন তার বাগান থেকে প্রায় ২৫ মণের মতো পেয়ারা উঠানো হয়।নিজের জমেতে নিয়ে বারোমাসি থাই পেয়ারা বাগান করেছেন নাজমুল। এক বছর বয়সের প্রতিটি গাছেই থোকায় থোকায় ঝুলছে পেয়ারা এবং মাল্টা। জেলায় বাণিজ্যিকভাবে থাই মাল্টা এবং পেয়ারা এই প্রথম চাষ করা হয়েছে। কম সময়ে বেশি লাভজনক মাল্টা এবং পেয়ারা চাষ করে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন।এটি চাষে কৃষক যেমন লাভবান হচ্ছেন তেমনই আমাদের পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। উঁচু জমি তে এমন বাগান করায় কারিগরি সহযোগিতা দিয়ে বাণিজ্যিকভাবে চাষ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে