আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেছেন,” সাম্য ও মানবিক লোহাগাড়া গড়তে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট দিলে সরকারের সকল উন্নয়নমুখী কাজগুলো সমতার ভিত্তিতে বন্টন করা হবে এবং লোহাগাড়াকে একটি স্মাট ও মডেল উপজেলায় পরিনত করা হবে।”নাজমুল মোস্তফা আমিন আরো বলেন, “ বিজয়ী হলে লোহাগাড়ার মানুষের ভাগ্য উন্নয়নে আজীবন কাজ করে যাবো। বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।আমি আপনাদেরকে নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের প্রতিদান দেওয়ার চেষ্টা করবো।”গণসংযোগকালে তিনি আরো বলেন,” ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে আমি কখনো সিন্ডিকেট তৈরি করবো না। কোন চাদাঁবাজকে আশ্রয় বা সুযোগ দিব না। ৫ টি বছর শান্তিতে ঘরের দরজা খুলে ঘুমাতে পারবেন।”তিনি শনিবার (৩১ জানুয়ারি) সকালে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা,তেলিপুকুর পাড়,বেপারী পাড়া ও বোরহানউদ্দীন মিয়াজী পাড়া এলাকায় ধানের শীষ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও পথসভায় বক্তব্য প্রদানকালে এ সব কথা বলেন।গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাউদ্দিন চৌধুরী সোহেল,ফৌজুল কবির ফজলু,লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন,সমাজসেবক নুরুল আলম চৌধুরী,ছলিম উল্লাহ চৌধুরী ডালিম,বিএনপি নেতা সিরাজুল ইসলাম,এস এম সাহাব উদ্দিন,জাফর আহমদ,মোহাম্মদ হোসেন,মাষ্টার মোঃআলী সিদ্দিকী,রাশেদুল আমীন চৌধুরী,এস এম রেজাউল বাছির চৌধুরী,বাবুল সাওদাগর,সাহাব উদ্দিন,যুবদল নেতা আবু তালেব রুবেল,বাহাদুর চৌধুরী,মকছুদ হোসেন,কায়েস উদ্দিন,হেলাল উদ্দিন,শ্রমিক দল নেতা আবু তাহের,জমির উদ্দিন ও মোহাম্মদ ইসমাইল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

